শেরপুর, ৩০ জানুয়ারি- চোখ যে মনের কথা বলে এ জনপ্রিয় গানের গীতিকার কাজী আজিজ আহমেদ মঙ্গলবার (৩০ জানুয়ারি) মারা গেছেন। কাজী আজিজ আহমেদ, ভোরে শেরপুরে বড় মেয়ে কাজী বন্যা আহমেদ এর বাসভবনে ইন্তেকাল করেন। ১৯৩৯ সালে জন্ম নিয়েছিলেন চিত্রনাট্যকার, কাহিনীকার, সংলাপ রচয়িতা এবং চিত্র পরিচালক কাজী আজিজ আহমেদ।শক্তিমান এই ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরেই ভুগছিলেন নানা শারীরিক জটিলতায়। আরও খবর: নতুন আবহে ৯০ দশকের গান চোখ যে মনের কথা বলে, এ আঁধার কখনো যাবে না মুছে ইত্যাদি গানের জন্য বিখ্যাত হলেও তিনি খান আতার অনেক দিনের চেনা এর সহকারী হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করে পরবর্তীতে কাহিনীকার, সংলাপকার, চিত্রনাট্যকার এবং চিত্রপরিচালনা করেছেন। উলঝান, যে আগুনে পুড়ি, ক খ গ ঘ ঙ, এরাও মানুষ, ওরা ১১ জন, সংগ্রাম, গুনাই বিবি, অনন্ত প্রেম, বাজিমাত ইত্যাদি সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখেছিলেন তিনি। সূত্র: চ্যানেল আই অনলাইন আর/১৭:১৪/৩০ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2EpjxE2
January 30, 2018 at 11:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top