বেন্ডন টেলর, কাইল জার্ভিসের মতো পুরণো সেনানীদের নিয়েই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কাকে নিয়ে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে তারা। ১৫ সদস্যের দলে অবশ্য দুই নতুন মুখও থাকছেন-২০ বছর বয়সী লেগস্পিনিং অলরাউন্ডার ব্রেন্ডন মাভুতা আর ১৯ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান রায়ান মারে। সীমিত ওভারে সর্বশেষ সিরিজটা দুর্দান্ত কেটেছে জিম্বাবুয়ের। জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে তারা। বিস্ময়জনক ব্যাপার হলো, ওই সিরিজের সাতজন বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে থাকছেন না। ত্রিদেশীয় সিরিজে প্রতিপক্ষদের চমকে দিতেই বোধ হয় একেবারে নতুন দুই মুখকে জায়গা দিয়েছে জিম্বাবুয়ে। মাত্র একটি লিস্ট এ ম্যাচ খেলেই ডাক পেয়েছেন মাভুতা, মারে খেলেছেন দুটি লিস্ট এ ম্যাচ। তবে জিম্বাবুয়ে এ দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তাদের। বোলিংয়ে কাগিসো রাবাদার মত অ্যাকশন নিয়ে জাতীয় দলে পা রাখা মুজারবানিও ভড়কে দিতে পারেন প্রতিপক্ষকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কদিন আগে বক্সিং ডে টেস্টে অভিষেক হওয়া এই পেসার বাংলাদেশেই আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ৫০ ওভারের ম্যাচ খেলার অপেক্ষায়। জিম্বাবুয়ে দলে আবারও ফেরা ব্রেন্ডন টেলর এবং কাইল জার্ভিসও আসছেন বাংলাদেশ সফরে। সঙ্গে হ্যামিল্টন মাসাকাদজা, ক্রেইগ আরভিন আর সিকান্দার রাজার মতো অভিজ্ঞরা তো আছেনই। শ্রীলঙ্কা, বাংলাদেশ আর জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজটি মাঠে গড়াবে আগামী ১৫ জানুয়ারি থেকে। আরও পড়ুন: নাটকীয়তা শেষ, বার্সায় যোগ দিলেন কৌতিনহো জিম্বাবুয়ে দল : হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), রায়ান মারে, টেন্ডাই চিসুরু, ব্রেন্ডন মাভুতা, ব্লেসিং মুজারবানি, ক্রিস্টোফার এমপুফু, চেন্ডাই চাতারা, কাইল জার্ভিস। তথ্যসূত্র: জাগোনিউজ এআর/১০:৪৫/০৮ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2D33Cu9
January 08, 2018 at 04:44PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন