কলকাতা, ২৯ জানুয়ারি- করিমপুর থেকে মালদহ যাওয়ার সময় মুর্শিদাবাদের দৌলতাবাদে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে অন্তত সাত জন নিহতের খবর পাওয়া গেছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা অনেকটাই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়া। বাসটি ৫৫ জন যাত্রী নিয়ে করিমপুর থেকে মালদহ যাচ্ছিল। সকাল সাতটা ১০ মিনিট নাগাদ, দৌলতাবাদে বালিরঘাট সেতুর ওপর দিয়ে যাওয়ার সময়ে রেলিং ভেঙে সোনার রত্নাকর নদীতে পড়ে সম্পূর্ণ ডুবে যায় বাসটি। আরও পড়ুন: ডিজেলের দাম সর্বকালের রেকর্ড ভেঙেছে কলকাতায় এদিকে, দুর্ঘটনার বেশ কিছুক্ষণ পরে সরকারি উদ্ধার কাজ শুরু হয়েছে বলে অভিযোগ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিশের দুটি গাড়িতে আগুনও লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/২৯ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rQCsoz
January 30, 2018 at 12:08AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top