মুম্বাই, ২২ জানুয়ারি- বক্স অফিসে ঝড় তুলেছে সালমান খান-ক্যাটরিনা কাইফের টাইগার জিন্দা হ্যায়। একের পর এক রেকর্ড ভাঙছে ছবিটি। টাইগার সালমানের সঙ্গে পাল্লা দিয়ে অ্যাকশন ভরপুর এ সিনেমায় অভিনয় করেছেন জোয়া চরিত্রে রূপদানকারী ক্যাটরিনা। কিক বক্সিং-অ্যাকশন কোরিওগ্রাফি থেকে বন্দুক চালানোর সঠিক স্টাইল; অভিনয়ের সঙ্গে এগুলোই হয়েছিল ক্যাটের ধ্যান-জ্ঞান। সম্প্রতি প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্মস টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওটি আসলে, ক্যাটরিনা কীভাবে জোয়া হয়ে উঠেছিলেন তা দেখানো হয়েছে। তিন মিনিট তিন সেকেন্ডের ভিডিওতে ক্যাটরিনার সব অ্যাকশন সিকোয়েন্সগুলির মেকিং দেখানো হয়েছে। পরিচালক আলি আব্বাস জাফর, অ্যাকশন ডিরেক্টর টম স্রুথার এবং ক্যাটরিনাও শেয়ার করেছেন শুটিংয়ের নানা কাহিনি। কয়েক দিন আগেই একটি সাক্ষাৎকারে ক্যাট বলেছিলেন, এর পরের বার জোয়া একাই মিশনে যাবে। অর্থাৎ টাইগার রূপী সালমানকে আর লাগবে না। ভিডিওটি দেখার পর ক্যাটরিনার কথায় বিশ্বাস হতেও পারে দর্শকদের। এমএ/০৫:০০/২২ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2n0Tomt
January 22, 2018 at 11:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top