মুম্বই, ৩১ জানুয়ারিঃ আলিবাগের বাংলো নিয়ে বেকায়দায় পড়লেন বলিউড মেগাস্টার শাহরুখ খান। সূত্রের খবর, মহারাষ্ট্রের আলিবাগে তাঁর একটি বিলাসবহুল ফার্ম হাউস বেনামী সম্পত্তির তকমা দিয়ে ‘অ্যাটাচ’ করল আয়কর দফতর। তাঁকে নোটিস পাঠিয়ে বিচারবিভাগীয় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে। সেই অনুযায়ি ৯০ দিনের মধ্যে তাকে জবাব দিতে হবে। সূত্রের খবর অনুযায়ি, আলিবাগে শাহরুখের ওই খামারবাড়িটির আয়তন ১৯,৯৬০ বর্গ মিটার। বিলাসবহুল এই খামারবাড়িতে রয়েছে একটি স্যুইমিং পুল, হেলিপ্যাড। আয়কর দপ্তরের অভিযোগ, কৃষি খামার তৈরি কার জন্য শাহরুখ খামারবাড়ির ওই জমিটি কিনেছিলেন। কিন্তু তার পরিবর্তে ওই জায়গায় একটি বিলাসবহুল খামারবাড়ি বানিয়েছেন তিনি। বেনামি সম্পত্তি আইনে দোষী সাব্যস্ত হলে প্রবল বিপাকে পড়ে যেতে পারেন তিনি। জানা গিয়েছে, এ বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য তাঁর মুখপাত্র ও চার্টার্ড অ্যাকাউনটেন্টের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন বা মেসেজেও তাঁদের কোনো জবাব মেলেনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2E3RtIE
January 31, 2018 at 12:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন