সৌদিতে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের আব্দুর রহিম নিহত

নিজস্ব প্রতিনিধি:: সৌদিআরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কানাইঘাট সদর ইউপির সুতারগ্রামের হাজী আমির আলীর ছেলে আব্দুর রহিম নামের এক যুবক। তিনি সৌদিআরবের জিদ্দার ১১ কিলো এলাকায় কাজ করতেন। গত শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৫ টায় প্রয়োজনীয় জিনিস কিনতে বাহিরে বের হলে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। পরিবারিক সুত্রে জানা যায় হাজী আমির আলীর ৩ ছেলে ও ৪ মেয়ের মধ্যে আব্দুর রহিম সবার ছোট। মাত্র ৩ বছর পুর্বে একই ইউপির বীরদল আগফৌদ গ্রামের তামান্নার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এরই মধ্যে তাদের সংসারে চলে আসে জাকির হোসেন শিপ্লু নামের ১০ মাসের এক ফটফুটে সন্তান। কথা ছিল প্রিয় সন্তানের মুখ দেখার জন্য আগামী মাসে আব্দুর রহিম ছুটে আসবেন দেশে। কিন্তু সে আশা পুরণ হল না তার। ভাগ্যেগের নির্মম পরিহাসে চলে যেতে হল না ফিরার দেশে। তার অকাল মৃত্যুর সংবাদ শুনে মা, বাবা, আত্মীয় স্বজন কান্নায় ভেঙ্গে পড়েন। আব্দুর রহিমের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্ত্রী তামান্না। অল্প বয়সে বিধবার শাড়ী পরতে হল তাকে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2m4b0O4

January 08, 2018 at 12:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top