জঙ্গিদের অর্থসাহায্য করলে ১০ বছরের জেল, জরিমানা, ঘোষণা পাকিস্তানের

ইসলামাবাদ, ৭ জানুয়ারিঃ হাফিজ সইদ, মাসুদ আজহার সহ জঙ্গিদের যারা অর্থসাহায্য করছে, তাদের ১০ বছর পর্যন্ত জেল হবে। একইসঙ্গে দিতে হবে মোটা টাকা জরিমানা। এমনকি সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে। এমনই বিজ্ঞপ্তি জারি করল পাকিস্তান।

সম্প্রতি পাকিস্তানকে প্রতারক বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি সন্ত্রাসের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় সবরকম অর্থসাহায্য বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, পাকিস্তান যদি সন্ত্রাসের বিরুদ্ধে সন্তোষজনক ব্যবস্থা নেয়, তবেই তাদের অর্থসাহায্য চালু করা যেতে পারে। তারপরই পাকিস্তান শনিবার খবরের কাগজে বিজ্ঞপ্তি দিয়ে ৭২টি গোষ্ঠীর নাম জানিয়ে দিয়েছে, যেগুলোকে অর্থসাহায্য করলে শাস্তি পেতে হবে। গোষ্ঠীগুলির মধ্যে রয়েছে লস্কর-ই-তৈবা, মাসুদ আজহারের জৈশ-ই-মহম্মদ, হাফিজের জামাত-উদ-দাওয়া ও ফালাহ-এ-ইনসানিয়াত।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CQA8De

January 07, 2018 at 01:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top