আলীকদমে ১৩টি অস্ত্র ও ১৯ রাউন্ড গুলিসহ তিনজনক আটক


সুরমা টাইমস ডেস্ক ঃঃ বান্দরবানের আলীকদমে ১৩টি অস্ত্র ও ১৯ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার দুপুরে উপজেলার পান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. ফারুক (২৮), আজগর আলী (২২) ও মো. দুলাল মিয়া (৪০)।

র‍্যাব-৭ জানিয়েছে, আটক ব্যক্তিরা ফুলের ঝাড়ুর ভেতরে করে অস্ত্রগুলো পাচার করছিলেন। গোপন খবরে তাদের আটক করা হয়।

উদ্ধার অস্ত্রের মধ্যে ৮টি ওয়ান শুর্টারগান ও ৫টি একনলা বন্দুক রয়েছে।

র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাউল জানান, এএসপি শাহেদা সুলতানা ও লে. কমান্ডার আশিকুর রহমানের নেতৃত্বে র‍্যাব এ অভিযান পরিচালনা করে।

আগ্নেয়াস্ত্র ও গুলিগুলো স্থানীয় সন্ত্রাসীদের কাছ থেকে সংগ্রহ করে আটক ব্যক্তিরা বিক্রির উদ্দেশে কৌশলে নিয়ে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

তাদের র‍্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা মিফতাউল।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2mR9n6F

January 19, 2018 at 05:39PM
19 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top