নয়াদিল্লি, ১১ জানুয়ারিঃ ৪৪ পেরিয়ে ৪৫-এ পা দিলেন। এই মুহুর্তে বিশ্বকাপের আসরে ব্যস্ত অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলকে নিয়ে। কিন্তু ‘দ্য ওয়াল’-এর জন্মদিন সতীর্থরা সকলেই মনে রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের শুভেচ্ছায় ভাসলেন। প্রত্যেকেরই টুইটেই ছিল অভিনব। শচীন তেন্ডুলকার টুইট করেছেন, ‘হতে পারে আমাদের আশপাশে অনেক কঠিন দেওয়াল আছে, কিন্তু আমি বলব, গ্রেটেস্ট ওয়াল বলে যদি কিছু থাকে, তবে সেটা শুধুই রাহুল দ্রাবিড়। হ্যাপি বার্থ ডে জ্যামি। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য শুভেচ্ছা রইল।’ ভি ভি এস লক্ষ্মণ লেখেন, ‘বন্ধুত্ব মানে শুধু জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ নয়। বন্ধুত্ব মানে, রোজ না দেখা হওয়ার পরও সম্পর্কটা একই থেকে যাওয়া। বন্ধু, হ্যাপি বার্থ ডে। রাহুল, তোমার সঙ্গে আমার বেশ কিছু দুর্দান্ত স্মৃতি রয়েছে।’ বীরেন্দ্র শেহবাগ অভিনব টুইটে চমকে দিতে বেশ পারদর্শী। এদিন দুটি ছবি পোস্ট করেছেন বীরু। একটা চীনের প্রাচীরের, অন্যটি দ্রাবিড় বাইক চালাচ্ছেন, তিনি বসে পেছনের সিটে। ছবি দুটি পোস্ট করে বীরু লিখেছেন, ‘প্রথম ছবির ওয়াল, ভঙ্গুর হতে পারে, আবার নাও পারে। কিন্তু যে আমাকে বাইকে বসিয়ে নিয়ে যাচ্ছে, সেই ওয়াল কোনও দিন ভাঙার নয়। ওর বাইকের পেছনের সিটে বসে তাই এত নিশ্চিন্ত লাগে! হ্যাপি বার্থ ডে দ্রাবিড়। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্যও শুভেচ্ছা।’ শুভেচ্ছাবার্তায় ভেসে গিয়েছেন আজ পুরো দিন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DlWV6P
January 11, 2018 at 10:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন