নয়াদিল্লি, ২১ জানুয়ারিঃ দিল্লির বাওয়ানা শিল্পতালুকে বাজি কারখানায় আগুনে মৃতের সংখ্যা বেড়ে হল ১৭। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ একটি বাড়ির একতলায় থাকা ওই কারকানাটিতে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে দোতলায় থাকা একটি রাবার কারখানায়। দাউদাউ করে জ্বলতে থাকে পুরো বাড়িটি। অনেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেও ১৭ জন ভিতরেই আটকে পড়েন। দমকল প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ অনেকে। মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন কেজরিওয়াল। শনিবারই এলাকা পরিদর্শনে যান উত্তর দিল্লির মেয়র প্রীতি আগরওয়াল। প্রাথমিকবাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করা হলেও প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাও করা হয়েছে পুলিশের তরফে।
ছবিঃ পিটিআই
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2mYfUNG
January 21, 2018 at 12:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন