আরজুমন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ


শহরতলীর বালুচর জোনকাী সৈয়দ আরজুমন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে ফজলুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ১০জানুয়ারী বুধবার সকাল ১১টায় স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ আরজুমন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রব। ফাউন্ডেশনের সচিব যুব সংগঠক আফিকুর রহমান আফিকের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফজলুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলী এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র চিকিৎসক ডা.আরশাদ আহমদ খান।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী এজাজুল হক এজাজ বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। কোমলমতি শিশুদের প্রতি অভিভাবকদের সুনজর দেয়া প্রয়োজন। তিনি অসহায় দরিদ্র শিশুদের প্রতি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের ছাত্র শাহান আহমদ রাদি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, টুলটিকর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেম্বার শাহ আলম, সাবেক মেম্বার বাবুল খান, স্কুলের সহকারী শিক্ষিকা রাহেনা আক্তার, মোহাম্মদ আলী, কাইয়ুম চৌধুরী, আনাছ ও ওমর ইসলাম ফয়ছল প্রমুখ। -বিজ্ঞপ্তি



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2CY7MGc

January 10, 2018 at 06:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top