ঢাকা, ১৫ জানুয়ারি- বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রি-দেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে হেরে ব্যাট করে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ৪৮ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৭০ রান করেছে তারা। স্লগ ওভারে রুবেল পর পর দুটো উইকেট নেন। টাইগার বোলারদের বোলিং তোপে পড়ে জিম্বাবুয়ের ইনিংস শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের প্রথম ও তৃতীয় বলে দুই ওপেনারকে হারায় দল। উইকেট দুটি তুলে নেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান। সলোমন মায়ার ও ক্রেইগ অরভিনকে শূন্য রানে সাজঘরে ফেরান তিনি। সাকিবের জোড়া আঘাতের পর টেলরকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন অভিজ্ঞ হ্যামিলটন মাসাকাদজা। তবে তাকে খুব বেশি সময় উইকেটে থাকতে দেননি টাইগার অধিনায়ক মাশরাফি। নিজের দ্বিতীয় ওভারেই মুশফিকের তালুবন্দি করে তাকে (মাসাকাদজা) সাজঘরে ফেরান। এরপর ২৪ রান করা টেলরকে আউট করেন টাইগার পেসার মোস্তাফিজ। ৫১ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। দলের এই যখন অবস্থা। তখন ম্যালকম ওয়েলার দলকে টেনে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষপর্যন্ত তাকেও ব্যর্থ করে দেন টাইগার স্পিনার সানজামুল ইসলাম। সানজামুলের অসাধারণ একটি ডেলিভারিতে ফার্স্ট স্লিপে ফিল্ডিং করা সাব্বিরে হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান ওয়েলার। আউট হবার আগে ১৩ রান করেন তিনি। ত্রি-দেশীয় ক্রিকেট সিরিজের এই উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সোমাবার (১৫ জানুয়ারি) সকালে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ টস অনুষ্ঠিত হয়। টস জিতে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেমারকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। দুপুর ১২টায় খেলাটি শুরু হয়। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাঞ্জামুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন। জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, সোলোমন মায়ার, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, পিটার মুর, তেন্দাই চাতারা, গ্রায়েম ক্রেমার, কাইল জার্ভিস, ব্লেসিং মুজার্বানি। সূত্র:ব্রেকিংনিউজ.কম.বিডি এমএ/ ০৪:৩০/ ১৫ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2DxgZmJ
January 15, 2018 at 10:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top