লালকেল্লায় জঙ্গি হামলার ঘটনায় ধৃত এক জঙ্গি

নয়াদিল্লি, ১১ জানুয়ারিঃ লালকেল্লায় জঙ্গি হামলার ঘটনায় পলাতক এক অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশ ও গুজরাট পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের যৌথ বাহিনী। বুধবার সন্ধ্যায় দিল্লি এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয় বিলাল আহমেদ কাওয়া নামে ৩৭ বছরের ওই জঙ্গি। বিলাল লস্কর ই তৈবার সঙ্গে যুক্ত বলে অভিযোগ।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিলাল হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। বুধবার শ্রীনগর থেকে বিমানে দিল্লি আসছিল বিলাল। খবর পাওয়ার পরই বিমানবন্দর থেকেই ধরা হয় তাকে। জানা গিয়েছে, বিলাল বর্তমানে চামড়ার জ্যাকেট তৈরির ব্যবসার সঙ্গে যুক্ত। ব্যবসার কাজে সে প্রায়শই দিল্লি আসত। কিন্তু এতদিন কেন তাকে ধরা সম্ভব হয়নি, তা তদন্ত করে দেখা হবে বলে দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে। ২০০০ সালের ২২ ডিসেম্বর লালকেল্লায় লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার নামে ঢুকে পড়ে ছয় জঙ্গি। তাদের গুলিতে প্রাণ হারান তিন নিরাপত্তারক্ষী। পরে নিরাপত্তাবাহিনী পালটা জবাব দিলেও পালিয়ে যেতে সক্ষম হয় জঙ্গিরা।

ছবি ঃ ধৃত বিলাল



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2mjRKw1

January 11, 2018 at 12:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top