মুম্বাই, ২৬ জানুয়ারি- সঞ্জয় বনশালীর পদ্মাবত সিনেমা নিয়ে কিছু একটা হবে- মুক্তির কয়েক মাস আগে থেকেই আদালতপাড়ায় তার আঁচ পাওয়া যাচ্ছিল। কিন্তু মুক্তি পেতে না পেতেই যে ভারতে আগুন লাগিয়ে ছাড়বে- এতটা কারও স্বপ্নেও ছিল না। বাস্তবে সেটাই ঘটল। মাত্র চার রাজ্য ছাড়া বাকি সব প্রদেশেই বৃহস্পতিবার একযোগে মুক্তি পেয়েছে ভরতের এ যাবত কালের সবচেয়ে বিতর্কিত সিনেমা পদ্মাবত। ছবিতে রাজপুত ইতিহাস বিকৃত করা হয়েছে- এ অভিযোগ তুলে বিভিন্ন জায়গায় হিংসাত্মক তাণ্ডব চালায় রাজপুত সংগঠন করণী সেনারা। রাজস্থান হরিয়ানা, গুজরাট এবং মধ্যপ্রদেশে ছবিটি এ দিন মুক্তি পায়নি। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্রে নির্বিচারে চলেছে ভাংচুর, অগ্নিসংযোগ এবং সম্পত্তিহানি। মুক্তির একদিন আগে বুধবার থেকেই বেশিরভাগ রাজ্যেই সিনেমা হলগুলোতে বিক্ষোভকারীদের তাণ্ডব শুরু হয়। উত্তর প্রদেশের মুজাফফরনগর, আগ্রা, মুঘলসারাই, লক্ষ্মৌ- সবখানেই আগুন জ্বলছে। সব সিনেমা হলের সামনেই পুলিশ বসানো হয়েছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। মুম্বাইয়ে শতাধিক করণী সেনাসমর্থককে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। অশান্তি রুখতে সিনেমা হলের বাইরে তো বটেই, ভেতরেও পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মুম্বাই পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। করণী সেনার সঙ্গে এ দিন বিক্ষোভে যোগ দিয়েছে বজরঙ্গ দলের সদস্যরাও। আরও পড়ুন:বিনোদন জগতের সেরা কিসার রণবীর সিং : দীপিকা সিনেমা রিলিজের পরও করণী সেনার গুণ্ডামি কমছে না। যে কোনো উপায়ে পদ্মাবত দেখানো আটকে দিতে বদ্ধপরিকর তারা। রাস্তায় নেমে বাসে ভাংচুর চালানো হয়েছে হরিয়ানার গুরুগ্রামে। পোড়ানো হয়েছে গাড়ি। রেহাই পায়নি পড়ুয়াদের স্কুলবাসও। যদিও তার জেরে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গুরুগ্রাম ও নয়ডায় রোববার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। হুমকি দেয়া হচ্ছে হল মালিক ও সাধারণ মানুষকে। চেন্নাইতেও বিক্ষোভ ছড়িয়েছে। সেখানে বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে শ্রীরাম সেনা। সত্যম থিয়েটারের বাইরে বিক্ষোভ দেখানোর সময় আটজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও কোনো ব্যবস্থা নিতে পারে বলে বিভিন্ন মহলের দাবি ছিল। আরও পড়ুন:পদ্মাবত নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও অগ্নিসংযোগ উত্তরাখণ্ডের হৃষিকেশের একটি সিনেমা হলের বাইরে সকাল থেকেই দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বজরঙ্গ দলের সদস্যরা। হিংসা ছড়িয়েছে উত্তরপ্রদেশের বারাণসীর বেশ কয়েকটি সিনেমা হলের বাইরেও। ছবিতে রাজপুতদের সম্মানহানি হয়েছে, এ অভিযোগ তুলে বারাণসীর একটি মাল্টিপ্লেক্সের বাইরে আত্মহত্যার চেষ্টা করে এক যুবক। তাকে আটক করেছে পুলিশ। ছবির প্রদর্শনী বন্ধ করার দাবি তুলে এ দিন লক্ষৌয়ের নোভেল্টি সিনেমা হলের বাইরে বিক্ষোভ দেখায় করণী সেনারা। রাজস্থানের উদয়পুরে বিভিন্ন দোকানে চালানো হয় ভাংচুর। পুলিশ সূত্রের খবর, এ দিন সকাল থেকেই হায়দরাবাদ, মুম্বাই এবং আগ্রার বিভিন্ন সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সের বাইরে রয়েছে কড়া নিরাপত্তা। বুধবার থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে দেরাদুন এবং উত্তরাখণ্ডের বিভিন্ন মাল্টিপ্লেক্সের বাইরে। ছবি মুক্তি রুখতে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহেও এ দিন হিংসাত্মক হামলা চালায় কয়েকটি সংগঠন। এর মধ্যেই ফের দীপিকা পাড়কোনের নাক কাটার হুমকি দিল কানপুরের একটি সংগঠন। আরও পড়ুন:বিরাটের অনুপস্থিতিতে কার সঙ্গে সময় কাটালেন অানুশকা? কানপুর ক্ষত্রীয় মহাসভার প্রেসিডেন্ট গজেন্দ্র সিংহ রাজাওয়াত বুধবার সংবাদমাধ্যমে বলেন, আমরা কানপুরের সাধারণ মানুষদের কাছ থেকে ৫ কোটি টাকা সংগ্রহ করেছি। যিনি দীপিকার নাক কাটতে পারবেন, তাকে ওই টাকা পুরস্কার দেব। হট্টগোলের মধ্যেও বৃহস্পতিবার ৪০ হাজার প্রেক্ষাগৃহে ১০ লাখেরও বেশি দর্শক সিনেমাটি দেখে ফেলেছেন। তথ্যসূত্র:যুগান্তর এমএ/১০:২০/২৬ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2DABA8Y
January 26, 2018 at 04:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top