তিন কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার


স্টাফ রিপোর্ট:: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফাই দুবাই থেকে পৌনে তিন কোটি টাকা মূল্যের ৬০ পিস স্বর্ণ’র বার উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আটক করা হয়েছে বিমানবন্দর কর্মরত এয়ারক্রাফটের কিনার কারিমুল ইসলামকে।

বুধবার বিকেল সাড়ে ৪টায় ওসমানী বিমান বন্দরে দুবাই থেকে আসা ফাই দুবাই এয়ারলাইনস থেকে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিমান বন্দর সূত্রে জানায়, বুধবার বিকাল ৪ টায় দুবাই থেকে আসা ফাই দুবাই (এফজেড-৫৯৫) বিমানটি ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরণের পর পরিস্কার করতে যান বিমানবন্দরের কর্তব্যরত পরিছন্নতা কর্মী কারিমুল ইসলাম।

এসময় বিমানের একটি সীটের পেছন থেকে স্বর্ণের বা রগুলো ঢোকাতে দেখে বিমান ক্রোরা তাকে আটক করে বিমানবন্দর কাস্টম কর্তৃপরে হাতে তুলে দেন। এসময় তার কাছ থেকে ৬০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

ওসমানী বিমানবন্দরের কাস্টম সুপারেন্টেন্ড মশিউর রহমান জানান, উদ্ধারকৃত ৬০ পিস স্বর্ণের বারের ওজন ৭ কেজি ও মূল্য পৌণে তিন কোটি টাকা হবে। এ ঘটনায় আটক এয়ারক্রাফট পরিচ্ছন্নকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Ai59tf

January 03, 2018 at 08:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top