ঢাকা, ০৪ জানুয়ারি- সব কাজ শেষে সুপারস্টার শাকিব খান ও বিদ্যা সিনহা মিম অভিনীত চলচ্চিত্র আমি নেতা হবো এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটি এরই মধ্যে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। গতমঙ্গলবারবাংলাদেশ সেন্সর বোর্ডে ছবিটির প্রদর্শন করা হয়। সদস্যরা ছবিটির বেশ কিছু অংশের ব্যাকগ্রাউন্ড মুছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। উত্তম আকাশ পরিচালিত ছবিটির বেশ কিছু দৃশ্যের ব্যাকগ্রাউন্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ছবি ব্যবহার করা হয়েছে। মূলত সেগুলোই সরানোর নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। গতমঙ্গলবারএমনটিই জানিয়েছেন সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক নাসিরুদ্দিন দিলু। কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ছবি ব্যবহার করা যাবে নাজানতে চাইলে দিলু বলেন, ছবির দৃশ্যে দেখা যায় শাকিব খান নেতা হওয়ার জন্য মঞ্চে বক্তৃতা দিচ্ছেন। তাঁর পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ছবি ব্যবহার করা হয়েছে। কেউ যদি কোনো সিনেমার গল্পে রাজনীতি নিয়ে আসতে চান, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু ছবিতে এই জাতীয় নেতাদের ছবি ব্যবহার করায় মনে হচ্ছে, শাকিব খান বোধ হয় আওয়ামী লীগের নেতা হচ্ছেন। আমাদের সেন্সর বোর্ডের নিয়ম অনুযায়ী ছবিতে অদৃশ্য কোনো দলের নাম দিতে হবে। সরাসরি কোনো দলের পরিচয় দেওয়া যাবে না। আরও পড়ুন:শাকিব-অপুকে তলব করলো ডিএনসিসি ছবির গল্পে শাকিব খান ছবিতে নেতা হতেই পারেন, কিন্তু শাকিব খান আওয়ামী লীগের নেতা হতে পারবেন না। যে কারণে আমরা এই ছবিগুলো মুছে ফেলার নির্দেশ দিয়েছি। দিলু আরো বলেন, এখন এই ছবির দৃশ্যগুলো মুছে ফেলতে কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি। কারণ, এখন ডিজিটাল যুগ। চাইলেই এডিটিং করা সহজ। শাপলা মিডিয়া প্রযোজিত আমি নেতা হবো ছবিটিতে শাকিব ও মিম ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, কমল প্রমুখ। সূত্র:এনটিভি অনলাইন এমএ/০১:৫০/০৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qjkSJ3
January 04, 2018 at 08:02PM
04 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top