ঢাকা, ২৩ জানুয়ারি- লঙ্কান ক্রিকেট লিজেন্ড সনাত জয়সুরিয়াকে টপকে নতুন রেকর্ড গড়লেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম বাংলাদেশি হিসেবে একই ভেন্যুতে সবচেয়ে বেশি রান করার জন্য তামিমের প্রয়োজন ছিল ৪২ রানের। জিম্বাবুয়ের বিপক্ষে ৬৫ বলে ৪২ রান সংগ্রহ করে টপকে যান জয়সুরিয়াকে। তামিমের রান সংখ্যা ২৫১৫। আর জয়সুরিয়ার ২৫১৪। এর আগে চলতি ত্রিদেশীয় সিরিজের প্রথম দুম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৮৪ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রানের দুটি ইনিংস খেলেছেন ফর্মের তুঙ্গে থাকা তামিম। আরও পড়ুন:জিম্বাবুয়েকে ২১৭ রানের টার্গেট দিল বাংলাদেশ প্রথম দুম্যাচে মিরপুরের ভেন্যুতে ১৬৮ রান করে পাকিস্তানের ইনজামাম উল হককে ছাড়িয়ে যান তামিম। একই ভেন্যুতে এতোদিন সবচেয়ে বেশি রান করার বিশ্বরেকর্ডের মালিক ছিলেন শ্রীলংকার সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭১ ম্যাচের ৭০ ইনিংসে ২৫১৪ রান করেছেন তিনি। এতোদিন একই ভেন্যুতে সবচেয়ে বেশি রান ছিল এটিই। সূত্র:বিডি প্রতিদিন এমএ/০৩:৫০/২৩ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2E1bUDu
January 23, 2018 at 09:57PM
23 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top