নয়াদিল্লি, ১৪ জানুয়ারিঃ ৬ দিনের ভারত সফরে এলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেয়াহু। তাঁকে স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত বছর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইজরায়েল সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবার পালটা সফরে এলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে সে দেশের ১৩০ জন শিল্পপতিদের একটি প্রতিনিধিদলও এসেছে।
১৫ বছরে এই প্রথম ইজরায়েলের কোনও প্রধানমন্ত্রী ভারত সফরে এলেন। এর আগে ২০০৩ সালে ইজরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন ভারত সফরে এসেছিলেন।
উভয় দেশের মধ্যে ব্যাবসা-বাণিজ্য, অর্থনীতি এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আগামী বুধবার গুজরাতে একটি রোড শোয়েও যোগ দেবেন ইজরায়েল এবং ভারতের প্রধানমন্ত্রী।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2D44Ogk
January 14, 2018 at 07:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন