নয়াদিল্লি, ১৮ জানুয়ারিঃ উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্য ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ত্রিপুরায় ১৮ ফেব্রুয়ারি ও মেঘালয় ও নাগাল্যান্ডে ২৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। ৩ মার্চ হবে তিন রাজ্যের ফল ঘোষণা। বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার একে জ্যোতি ভোটের দিনক্ষণ ঘোষণা করে বলেন, এদিন থেকেই তিন রাজ্যে আদর্শ আচরণবিধি চালু হয়ে গেল। উল্লেখ্য, উত্তর-পূর্বের তিনটি রাজ্যেই বিধানসভার আসন সংখ্যা ৬০। গুজরাটের মতো এবারেও তিনটি রাজ্যে ভোটগ্রহণের সময় ভিভিপ্যাট ব্যবহার করা হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2mIEGAw
January 18, 2018 at 02:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন