সাংহাই, ৭ জানুয়ারিঃ তেলবাহী জাহাজের সঙ্গে পণ্যবাহী জাহাজের সংঘর্ষে নিখোঁজ ৩২ জন নাবিক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে চিনের পূর্ব উপকূলে। জিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, তেলবাহী জাহাজটি পানামার, অন্যদিকে পণ্যবাহী জাহাজটি হংকংয়ের। সংঘর্ষের পর ওই তেলবাহী জাহাজটিতে আগুন লেগে যায়। একটি ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, পুরো জাহাজে আগুন ধরে গিয়েছে। জাহাজ থেকে সমুদ্রেও ছড়িয়ে পড়েছে তেল।
অন্যদিকে, নিখোঁজ নাবিকদের খোঁজে তল্লাশি শুরু করেছে চাইনিজ মেরিটাইম অথরিটিজ। আটটি ভেসেলকে উদ্ধারকাজে নামানো হয়েছে। দক্ষিণ কোরিয়াও তাদের উপকূলরক্ষী বাহিনীকে উদ্ধারকাজে নামিয়েছে। জানা গিয়েছে, শনিবার রাত আটটা নাগাদ সাংহাই উপকূল থেকে ১৬০ মাইল দূরে দুটি জাহাজের সংঘর্ষ হয়। তেলবাহী জাহাজটিতে ৩০জন ইরানি ও দুজন বাংলাদেশি নাবিক ছিলেন। জাহাজটি ইরান থেকে দক্ষিণ কোরিয়া যাচ্ছিল। এপরদিকে পণ্যবাহী জাহাজটি থেকে ২১জন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে।
ছবিটি প্রতীকী
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CNzS7M
January 07, 2018 at 12:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন