৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসদ ছাত্রলীগের র‌্যালি

নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের নিমতলা জাসদের দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ মোড়ের সামনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সমাবেশ মিলিত হয়।
জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলী সদস্য মেহের আলী, কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান মনির, জেলা জাসদের সভাপতি আবু বাক্কার ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, জেলা যুবজোট সভাপতি তরিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জে কর্ণেল তাহের সংসদের সাধারণ সম্পাদক আবু হেনা, জেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, নারীজোটের আহ্বায়ক তৌহিদা খাতুন কমলা, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি তসিকুল রেজা, পৌর জাসদ ছাত্রলীগের সভাপতি শামীম হোসেন, জেলা ছাত্রলীগের সদস্য মোবারক হোসেন আকাশ প্রমুখ।

বক্তরা ইতিহাসের আলোকে সংগঠনের ভূমিকা বর্ণনা করে বলেন, আগামীতেও ছাত্রলীগ মেহনতি মানুষের পাশে থাকবে। পরে ৭০তম প্রতিষ্ঠাবার্ষির্কীর কেক কাটা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০১-১৮


from Chapainawabganjnews http://ift.tt/2CDGaqu

January 04, 2018 at 06:54PM
04 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top