সরকার নিজেদের ভরাডুবির কথা বুঝতে পেরে ডিএনসিসি নির্বাচন স্থগিত’


সুরমা টাইমস ডেস্ক ঃঃ সরকার নিজেদের ভরাডুবির কথা বুঝতে পেরে হাইকোর্টের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচন স্থগিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, তাদের গোয়েন্দা সংস্থারা বহু রিপোর্ট দিয়েছে যে একাদশ সংসদ নির্বাচন যদি সুষ্ঠু হয়, সেখানে আওয়ামী লীগের ভরাডুবি হবে, কোনো পাত্তা পাবে না। তেমনিভাবে তারা বুঝতে পেরেছে ডিএনসিসি নির্বাচনে ভরাডুবি হবে, একটু আগে খবর পেলাম হাইকোর্ট নির্বাচন স্থগিত করেছে। কি সুন্দর খেলা, যখন দেখছে নির্বাচন ভরাডুবি হবে। তখন তাদের ইঙ্গিতে, তাদের লোক দিয়ে রিট করিয়ে নির্বাচন স্থগিত করেছে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘বহুদলীয় গণতন্ত্র ও শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে কোনো ভাবেই সাজা দেওয়া সম্ভব না। কারণ এটি মিথ্যা ও বানোয়াট এবং কোনো ধরনের তথ্য ছাড়া একটি মামলা। কিন্তু সরকারের মন্ত্রীরা আদালত অবমাননা করে বলছেন খালেদা জিয়ার সাজা কে আটকায়!

বিএনপির এই নেতা বলেন, কুসিক, রসিক নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হয়েছে। সেইসঙ্গে বিএনপি কুসিক নির্বাচনে জয় লাভ করেছে আর রসিক নির্বাচনে ভোট বেড়েছে। আগামী একাদশ জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীদের এমন সূচনীয় পরাজয় হবে যে, তাদের প্রার্থীদের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়ে যাবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে জানিয়ে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে বাক্সবন্দী করে রেখেছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা নির্বাচনে যাব। তবে শেখ হাসিনার অধীনে নয়। নিরপেক্ষ নির্দলীয় নির্বাচনকলানী সরকারের অধীনেই সেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইব্রাহিম বীর প্রতীক, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াছমিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rg9cao

January 17, 2018 at 01:58PM
17 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top