ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয় তাকে। তার গোল করার ক্ষমতা বিস্ময় ছড়ায় ফুটবলপ্রেমীদের মনে। অথচ সেই লিওনেল মেসিই কিনা বলছেন তিনি নিখুঁত না! ফুটবলে ব্যক্তিগত অর্জনে সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডিঅর জিতেছেন তিনি পাঁচবার। গোল বা দলীয় অর্জনে নিজেকে নিয়ে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। তবে এখনও একটা জায়গায় কঠোর পরিশ্রম করতে হয় মেসিকে। মাত্র ১২ গজ দূর থেকে নেওয়া শট নিয়ে প্রতিনিয়ত অনুশীলন করে যাচ্ছেন বার্সেলোনা ফরোয়ার্ড। পেনাল্টি নিয়েই তার যত পরিশ্রম। যে কারণে নিজেকে নিখুঁত হিসেবে দেখেন না বার্সেলোনা ফরোয়ার্ড। সার্বিয়ান সংবাদমাধ্যম ব্লিচকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, আমি নিখুঁত হতে চাই, এখনও ফুটবলের বেশ কয়েকটি অংশের সর্বোচ্চ পর্যায়ে যেতে উন্নতি করতে হবে। কোন অংশ? পেনাল্টি। এই জায়গাটা নিয়ে আমি অনেক অনুশীলন করি। আরও পড়ুন: এমন ছবি কখনও কল্পনা করিনি: রোনালদো রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতেই কিন্তু লক্ষ্যভেদ করেছেন তিনি পেনাল্টি থেকে। বার্সেলোনা ও আর্জেন্টিনার পেনাল্টি মানে মেসির শট। বেশিরভাগ সময়ই সফল হন, তবে স্পট কিক থেকে বল জালে জড়াতে না পারলে তার হতাশাও বেশি। এজন্য পরিশ্রমটা মেসি বেশি করেন স্পট কিক নিয়ে। তাছাড়া সামনেই আসছে বিশ্বকাপ; ফুটবল মহাযজ্ঞে নকআউট পর্বে ফল নিষ্পত্তির জন্য খেলা গড়ায় টাইব্রেকারে, তার প্রস্তুতি হিসেবে পেনাল্টিকে আরও বেশি গুরুত্ব দিচ্ছেন মেসি। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোচ হওয়ার ইচ্ছা নেই মেসির, অবসরের পর সম্ভবত কোচ হব না, ভাবার জন্য অবশ্য আরও অনেক সময় বাকি আছে। পরিবারের সঙ্গে কাটানো সময়ে খুব বেশি ফু্টবল নিয়ে আলোচনা হয় না বলেও জানিয়েছেন তিনি, বাড়িতে ফুটবল নিয়ে আমরা কমই কথা বলি। বার্সেলোনা কিংবা আর্জেন্টিনায় দুপুরের খাবারের সময় ফুটবল নিয়ে খোলামেলা আলোচনাটা অবশ্য বিশেষ। সূত্র: গোল ডটকম আর/১০:১৪/০২ জানুয়ারি আরও পড়ুন:



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Csbf07
January 03, 2018 at 06:25AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top