টরন্টো, ২৭ জানুয়ারি- গত ২১ জানুয়ারি রোববার কানাডিয়ান লিজিওন হলে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। অত্যেন্ত আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রায় ২০০ লোকের সমাগম হয়। সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত প্রায় শতাধিক নতুন মেম্বার সমিতির মেম্বারশিপ গ্রহণ/নবায়ন করে এবং ১২ টা থেকে ১ টা পর্যন্ত নমিনেশন পেপার সংগ্রহ ও জমা নেয়া হয়। এরপর চলে সাধারণ সাভার কার্যক্রম, পেশ করা হয় বার্ষিক প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন। চট্টগ্রামের মেয়র জনাব মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নিরাবতা পালন করা হয়। সমিতির প্রয়োজনে অবিরাম আর্থিক সাহায্যের জন্যে কৃতজ্ঞতা জানান হয় জনাব সারওয়ার সেলিমের প্রতি। মাধ্যান্ন ভোজের পর নির্বাচন কমিশনার জনাব নাসিরুদ্দুজা, কানন বড়ুয়া ও ফরিদউদ্দিন সিদ্দিকীর পরিচালনায় ভোট গ্রহণ শুরু হয় বিকাল ৩ টায় এবং চলে ৪.১৫ পর্যন্ত। অত্যেন্ত উৎসবমুখর পরিবেশে শেষ হয় নির্বাচন এবং সভাপতি নির্বাচিত হয় শিবু চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয় শওকত মাহমুদ, অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় সাহাবুদ্দিন সিদ্দিকী বুলবুল। পরিচালক নির্বাচিত হয় কাফিলুদ্দিন পারভেজ , বাহাউদ্দিন বাহার, শৈব্যসাচী চক্রবর্তী, আজম মিয়া, আবু তাহের, মনজুর চৌধুরী, মিজানুর রহমান, সনাৎ বড়ুয়া, মিনহাজুল আজম , শাহেদ তাহের, হোসাইনুজ্জামান শামীম, ওবায়দুল হক , সমর পল, সারওয়ার জামান, নাসির উদ্দিন, কাজী আব্দুল বাসিত ও শাহজাদী আক্তার. নব নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক ও বিদায়ী সভাপতি জনাব আলমগীর হাকিমের বক্তব্ব্যের মাধ্যমে শেষ হয় সুন্দর এই অনুষ্ঠানের। বিদায়ী সভাপতি জনাব আলমগীর হাকিম সবাইকে চট্টগ্ৰাম ভবন নির্মাণে এগিয়ে আসার আহবান জানান এবং নিজে অগ্রণী ভূমিকা রাখার অঙ্গীকার করেন। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন শৈব্যসাচী চক্রবর্তী তার নিজস্ব কৌতুকময় ভঙ্গিমায়। আর/১৭:১৪/২৭ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rK2n11
January 27, 2018 at 11:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top