ইংরাজি মাধ্যম স্কুলে বাংলা মাধ্যমের পড়ুয়া ভরতি, বিক্ষোভ

রতুয়া(মালদা), ২ জানুয়ারিঃ ইংরাজি মাধ্যম স্কুলের দাবিতে রতুয়ার দেবীপুরে রতুয়া-ভালুকা রাজ্যসড়ক অবরোধ। ২০০২ সালে দেবীপুরে স্থাপিত হয় গভর্নমেন্ট মডেল স্কুল অফ ইংলিশ মিডিয়াম। সুত্রের খবর, এই স্কুলে বাংলা মাধ্যমের ছাত্র-ছাত্রীদের ভরতির প্রক্রিয়া শুরু হয়েছে। এর ফলে আজ সকাল থেকেই স্থানীয়রা ক্ষোভে রতুয়া ভালুকা রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। অভিযোগ, দীর্ঘদিনের দাবিতে একটি ইংরাজি মাধ্যম স্কুল স্থাপিত হওয়ার পর সেখানে ইংরাজি মাধ্যমের পরিবর্তে বাংলা মাধ্যমের পড়ুয়াদের ভরতি চলছে। এবিষয়ে ব্লক স্তর থেকে শুরু করে রাজ্য স্তরে অভিযোগ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। তাই কোনো পথ না দেখে এই পথ অবরোধ। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দলনে নামার হুঁশিয়ারি দেন আবরোধকারীরা। আবরোধের খবর শুনে ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানার পুলিশ। কয়েক ঘন্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।

ছবি ও সংবাদদাতাঃ পান্না

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2lEQSSW

January 02, 2018 at 08:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top