নয়াদিল্লি, ২৭ জানুয়ারিঃ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া(এনএইচএআই) চালু করতে চলেছে ন্যাশনাল টোল-ফ্রি নম্বর ১০৩৩। জাতীয় সড়কে দুর্ঘটনা সংক্রান্ত যেকোনো অভিযোগ দায়ের করা যাবে এই নম্বরে। সারা
এনএইচএআই চেয়ারম্যান দীপক কুমার জানিয়েছেন, এই প্রোজেক্ট সংক্রান্ত সমস্ত কাজই তাঁদের শেষ হয়ে গিয়েছে। এর প্রধান উদ্দেশ্যই হল দুর্ঘটনায় আহত ব্যক্তিদের যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া। টোল ফ্রি নম্বরে ফোন করা মাত্রই খবর পৌঁছে দেওয়া হবে নিকটবর্তী হাসপাতালে। পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স ও নেওয়া হবে আপত্কালীন ব্যবস্থা। জানা গিয়েছে, ইন্ডিয়ান হাইওয়েজ ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) ম্যাপিংয়ের কাজও সেরে ফেলেছেন ইতিমধ্যে।
স্থানীয় ভাষায় কথা বলার জন্যও অপারেটরও থাকবে, যাতে ভালো পরিসেবার পাওয়া যায়।
সারা দেশে মোট সড়ক পথের মাত্র ২ শতাংশ জাতীয় সড়ক। তবে বছরে ৩০ শতাংশ দুর্ঘটনা ঘটে এখানেই।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2GmbF6J
January 27, 2018 at 01:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন