নয়াদিল্লি, ১৬ জানুয়ারিঃ হাসপাতাল থেকে ফিরে এক সাংবাদিক সম্মেলন ডাকলেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি প্রবীণ তোগাড়িয়া(৬১)। তাঁকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে। বিজেপি সরকারের বিরুদ্ধে পরোক্ষভাবে এমনই অভিযোগ তুললেন তিনি।
পাশে স্যালাইনের বোতল নিয়ে কান্নায় ভেঙে পড়ে তিনি সাংবাদিকদের বলেন, তাঁর কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে। তাঁকে ভুয়ো এনকাউন্টারে খুন করা হতে পারে এমন খবর পেয়েই নাকি তিনি গাঢাকা দিয়েছিলেন। সরকারি নির্দেশ না মানায় তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রাজস্থান পুলিশ। পুলিশ আসার খবর পেয়ে তিনি ফোন বন্ধ করে বেরিয়ে পড়েন, যাতে কোনো ঝামেলা তৈরি না হয়।
এরপর গুজরাট ও রাজস্থানের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেন তিনি। তারা তোগাড়িয়াকে আত্মসমর্পণ করতে বলেন। তখন তিনি বিমানবন্দর যাওয়ার পথে কোটারপুরের কাছে অচৈতন্য হয়ে পড়েন বলে জানান।
আজ তিনি বলেন, ‘এক দশকের পুরনো মামলায় আমাকে নিশানা করা হচ্ছে।’ রামমন্দির তৈরি, গো হত্যার বিরুদ্ধে আইন এবং কৃষকদের কল্যাণে প্রকল্পের যে আবেদন তিনি করছেন তা থামাতেই এমন পরিকল্পনা বলে দাবি তাঁর। তিনি বলেন, তিনি পালিয়ে যাচ্ছেন না। কেন্দ্রীয় গোয়েন্দাদের উদ্দেশ্যে বলেন, রাজনৈতিক চাপে না এসে নিরপেক্ষভাবে কাজ করতে। কে বা কারা তাঁর ওপর আক্রমণ করতে চাইছে সেই প্রশ্ন এড়িয়ে তিনি বলেছেন, তথ্য প্রমাণ সংগ্রহ করে সব ফাঁস করে দেবেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DAW9D1
January 16, 2018 at 02:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন