সাড়ে ৪ লাখ টাকা ঘুষ নেন শিক্ষামন্ত্রীর পিও


সুরমা টাইমস ডেস্ক ঃঃ লেকহেড গ্রামার স্কুল পুনরায় চালু করতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেন ও মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিন প্রতিষ্ঠানটির মালিক খালেদ হাসান মতিনের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা ঘুষ নেন।

মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানান মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।

এরআগে সোমবার রাতে বনানী থানায় লেকহেড স্কুলের মালিক এবং শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা করে গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই মনিরুল ইসলাম। ঘুষ লেনদেনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে বলে বনানী থানার ডিউটি অফিসার রফিক উদ্দিন আহম্মেদ পরিবর্তন ডটকমকে জানান।

গত ২১ জানুয়ারি রাতে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান তাদের গ্রেফতারের কথা জানান।

তিনি বলেন, গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের একটি দল রাজধানীর গুলশান ও বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের রিসিভ ও ডেসপাস শাখার উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিনকে ১ লাখ ৩০ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়।

অবশ্য এসব আসামির পরিবারের সদস্যরা আগেই জানান, অজ্ঞাত ব্যক্তিরা তাদের তুলে নিয়ে গিয়েছিলেন। এ ঘটনায় তারা থানায় জিডিও করেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Bmc4SX

January 23, 2018 at 02:10PM
23 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top