মস্কো, ১৭ জানুয়ারিঃ সাইবেরিয়ার ওয়মিয়াকন গ্রাম৷ অতটা প্রসিদ্ধ নয় এই গ্রাম। তবে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে কিছু ভাইরাল হয়ে যাওয়া ছবির সুবাদে বেশ চর্চিত এই গ্রাম। সেই ছবিতে দেখা গিয়েছে, কয়েকজন মহিলা সেলফি পোস্ট করেছেন, সেখানে এত ঠান্ডায় তাদের চোখের পাতা পর্যন্ত বরফে জমে গিয়েছে। সাধারণত শীতকালে এই অঞ্চলে তাপমাত্রা নেমে যায় -৫২ ডিগ্রি সেলসিয়াসে (-৬২ ডিগ্রি ফারেনহাইট)৷ মানুষের বসবাসের জন্য একেবারেই অযোগ্য৷ তবে যাঁরা সেখানকার বাসিন্দা, প্রবল শীতের সঙ্গে লড়াই করে টিকে থাকতেই হচ্ছে৷ সাইবেরিয়ার এই গ্রাম পৃথিবীর শীতলতম গ্রাম৷ এবছর তাপমাত্রা এখন সেখানে অনেক নেমে গিয়েছে। মঙ্গলবার ছিল -৬৭ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়দের কথায় -৬৭ ডিগ্রি সেলসিয়াসে কোনও কাজকর্ম করাই অসম্ভব৷ পৃথিবীর শীতলতম অঞ্চলে এখন বাঁচাই কঠিন হয়ে পড়েছে স্থানীয়দের৷ সরকারি হিসেব অনুযায়ী ২০১৩ সালে এই গ্রামে তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস ৭১ ডিগ্রি সেলসিয়াসে৷ সেটাই এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড৷ বন্ধ রাখা হয়েছে স্থানীয় স্কুলগুলিও।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DcVvuj
January 17, 2018 at 09:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন