সুরমা টাইমস ডেস্ক::
জাতির জনকের নির্দেশ মেনে বিমান বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বিমান বাহিনীর আধুনিকায়নে বঙ্গবন্ধুর নেয়া পদক্ষেপগুলো আরেকবার স্মরণ করিয়ে দেন তিনি।
রবিবার সকালে যশোরে বিমান বাহিনীর শিক্ষা সমাপনী কুচকাওয়াজে যোগ দেন প্রধানমন্ত্রী। এসময় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু যে উন্নত-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর গ্রহণ করা পদক্ষেপের ধারাবাহিকতায় বর্তমান সরকার বিমান বাহিনীর আধুনিকায়নে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী ঘোষণা দেন, ভবিষ্যতে সিলেট ও বরিশালেও দু’টি বিমানঘাঁটি গড়ে তোলা হবে।
ঢাকা থেকে প্লেনযোগে রওয়ানা দিয়ে সকাল ১১টার কিছু আগে ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি’তে পৌঁছান প্রধানমন্ত্রী।
বিকেলে যশোর ঈদগাহ ময়দানে দলীয় জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। বর্তমান সরকারের মেয়াদে যশোরে এটিই হবে তার প্রথম জনসভা। যশোরে বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর যশোর সফর উপলক্ষে সাজ সাজ রব পড়েছে জেলা শহরে। শহরের অলিগলি ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ltdWnX
January 01, 2018 at 01:14AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন