ব্যাংকক, ২২ জানুয়ারি- সুনামগঞ্জের মেয়ে ঐশী এবং ঢাকার মেয়ে সুমনা সংগীত প্রতিভা অন্বেষণের রিয়েলিটি শো চ্যানেল আই সেরা কণ্ঠে প্রথম বারের মত যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন। প্রথম রানারআপ হয়েছেন তৃষা এবং দ্বিতীয় রানারআপ নান্নু। রবিবার সন্ধ্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চাওফ্রেয়া নদীর পাড়ে হোটেল চাত্রিয়ামে পর্দা উঠে ফিজ আপ চ্যানেল আই সেরা কন্ঠ ২০১৭-এর গ্র্যান্ড ফিনালের। এদিন জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আরও পড়ুন: মাইলসের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ রনিমের অনুষ্ঠানে বিচারকের আসনে ছিলেন কুমার বিশ্বজিৎ, মিতালী মুখার্জি, সামিনা চৌধুরী ও রেজওয়ানা চৌধুরী বন্যা। ৩৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে ছয় মাসের লড়াই শেষে সেরা ১০ এ উঠে আসে আদিবা, সুমনা, ফাতেমা, ঐশী, তারিক, তৃষা, অনিসা, তিন্নি, মৌমিতা, নান্নু, দোলা ও অপল। ইজাজ খান স্বপনের পরিচালনায় ফিজ আপ-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭র উপস্থাপনায় ছিলেন মারিয়া নূর। গ্র্যান্ড ফিনালেতে এবার পারফর্ম করেছেন ইমরান ও কোণাল। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৭:১৪/২২ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mZVHag
January 22, 2018 at 02:01PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন