মুম্বাই, ২৭ জানুয়ারি- পদ্মাবত সিনেমার মুক্তি ঠেকাতে ভাঙচুর, অগ্নিসংযোগ এমনকি প্রাণহানিও ঘটেছে। সবকিছুকে ছাপিয়ে গতকাল ২৫ জানুয়ারি ভারতজুড়ে মুক্তি পায় সঞ্জয় লীলা বানসালির পদ্মাবত। একদিকে এই ছবির মুক্তির আনন্দে সমর্থকেরা উচ্ছ্বসিত, অন্যদিকে সারা ভারতে এখন বিরাজ করছে চাপা উৎকণ্ঠা ও আতঙ্ক। সিনেমা ঘিরে নানান প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বেশিরভাগ দর্শক মনে করছেন, সিনেমা দেখার আগেই এই ধরনের প্রতিবাদ বিক্ষোভ দেখিয়ে ঠিক করেনি করনি সেনা। দীপিকার কুশপুতুল পুড়িয়ে, কখনও তলোয়ার নিয়ে রাস্তায় উগ্রতা দেখিয়ে বিক্ষোভ দেখিয়েছে এই সংগঠন। তবে ছবি দেখে বেশিরভাগ দর্শকই উচ্ছ্বসিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছেন বনসালি। প্রতিক্রিয়া জানিয়েছেন ছবিটির অভিনয়শিল্পী রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, শাহিদ কাপুর। এক টুইটে রণবীর জানান, আমি থ্রি ডিতে ছবিটা দেখেছি। আমি গর্বিত টিম পদ্মাবত-এর জয়ে। আলাউদ্দিনের মতো চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য আমি বনসালীর কাছে কৃতজ্ঞ। উনি আমার ক্যারিয়ারে একটা বড় সুযোগ দিয়েছেন। তার কাছে আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব। তিনি আরও লিখেছেন, পদ্মাবত-এ অভিনয় করার জন্য আমি গর্বিত। গোটা দেশই এই ছবির জন্য গর্বিত হবে। আরও পড়ুন: নায়কের চেয়ে বেশি পারিশ্রমিক দীপিকা পাড়ুকোনের অন্যদিকে দীপিকা বলেন, আমি বেশ উত্তেজিত। সিনেমাটি শেষ অব্দি মুক্তি পেয়েছে এটাই বড় পাওয়া। নানান প্রতিক্রিয়া দেখে আমার মনে হচ্ছে সিনেমাটি বক্স অফিস কাঁপাবে। আরও পড়ুন: বিয়ে হয়েছিল সুপ্রিয়া দেবী ও উত্তম কুমারের! শাহিদ কাপুর বলেন, আমি খুব নার্ভাস বোধ করছি। কারণ দর্শক আমাকে কীভাবে নেবেন সেটা নিয়েই আমি চিন্তিত। কেননা তিনি যে চরিত্রে অভিনয় করছেন রাজপুতরাজা মহারাওয়াল রতন সিং, রানি পদ্মাবতীর স্বামী, সাধারণ মানুষ তার সম্পর্কে খুবই কম জানেন। এরকম একটি চরিত্রে অভিনয় করা তার কাছে সহজ ছিলনা। এআর/১১:২০/২৭ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2DOPmYN
January 27, 2018 at 05:18PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন