সুরমা টাইমস ডেস্ক ঃঃ নওগাঁর মান্দায় ট্রাক্টরের চাকা ব্লাস্ট হয়ে প্রাইভেটকারে থাকা নওগাঁ বিআরটিএর অ্যাসিসটেন্ট ডাইরেক্টর(এডি) মইনুল হাসানের স্ত্রী হাসি খাতুন (৩০) নিহত হয়েছেন।
এ ঘটনায় মাইনুল হাসান ও তার শিশুকন্যাসহ ৩জন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার হাজী গোবিন্দপুর নামক স্থানে।
এ বিষয়ে মান্দা থানার ওসি আনিছুর রহমান জানান, প্রাইভেটকার নিয়ে রোববার দুপুরে নওগাঁ বিআরটিএর অ্যাসিসটেন্ট ডাইরেক্টর (এডি) মইনুল হাসানসহ তার পরিবার রাজশাহীতে যাচ্ছিলেন। ঘটনার দিন উক্ত স্থানে গেলে বিপরীত দিক থেকে একটি ট্রাক্টর আসলে তার চাকা ব্লাস্ট হয়ে ওই প্রাইভেটকারে গ্লাসে লাগলে ঘটনাস্থলেই হাসি খাতুন মারা যান।
তিনি জানান, এ ঘটনায় মাইনুলের পা ভেঙে যায় এবং শিশু আহত হন। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় মান্দা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BhlMGc
January 21, 2018 at 03:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন