তুফানগঞ্জে পরপর দুটি পথ দুর্ঘটনা, মৃত এক, আহত ৫

তুফানগঞ্জ, ১ জানুয়ারিঃ তুফানগঞ্জের বক্সিরহাট থানার বোচামারি চৌপথি এলাকায় পরপর দুটি পথ দুর্ঘটনা। ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫ জন।

জানা গিয়েছে, এদিন পিকনিক সেরে বিকেলের দিকে দুই যুবক বাইকে করে শালবাড়িতে ফিরছিলেন। বোচামারি চৌপথি এলাকায় আচমকাই একটি টোটোর সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকটির। এতে গুরুতর আহত হয়েছেন দুই বাইক আরোহী। ঘটনায় টোটো থেকে ছিটকে পড়ে ৬ বছরের এক শিশু সহ ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের চিকিত্সকরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের কোচবিহার এমজেএন হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার আহত দুই বাইক আরোহী মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে, বক্সিরহাট থানার বোচামারি চৌপথি এলাকায় মাটি টানার একটি ট্রলির ধাক্কায় এক বাইক আরোহী জখম হয়েছেন। বর্তমানে ওই ব্যক্তি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন। বক্সিরহাট থানার পুলিশ ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে।

সংবাদদাতাঃ রাজীব বসাক



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2C4xkO1

January 01, 2018 at 07:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top