কাসগঞ্জে হিংসা অব্যাহত, স্তব্ধ ইন্টারনেট পরিসেবা

লখনউ, ২৮ জানুয়ারিঃ সাধারণতন্ত্র দিবসে উত্তর প্রদেশের কাসগঞ্জে যে গোষ্ঠী সংঘর্ষ শুরু হয়েছে, তা এখনও অব্যাহত। অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়। আজ সকালেও একটি দোকানে লাগানো হয়েছে আগুন।

অন্তত ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সীমানা সিল করে দিয়ে ১৪৪ ধারা রুজু হয়েছে।

২৬ জানুয়ারির ঘটনায় চন্দন নামে ১৬ বছরের এক কিশোরের মৃত্যু হয়। গতকাল তাঁর অন্তিম সংস্কারের পর ফের হিংসা ছড়ায়। এমন পরিস্থিতিতে গতকাল সন্ধ্যা থেকে শহরে ইন্টারনেট পরিসেবা বন্ধ রাখা হয়েছে। আজ রাত ১০টা পর্যন্ত এই পরিস্থিতি বহাল থাকবে। গোটা এলাকায় টহলরত আধাসামরিক বাহিনী। তবে এরপরেও কাসগঞ্জে ৬টি দোকান, ৩টি বাস ও বেশ কয়েকটি গাড়ির ওপর হামলা চলেছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ByY34i

January 28, 2018 at 01:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top