গোমস্তাপুরে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা

শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বহিপাড়া মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী ঘোড়দৌড় উপভোগ করতে বহিপাড়া মাঠের সমবেত হয়েছিল হাজার হাজার দর্শক।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ রহনপুর পৌর শাখার অর্ন্তগত ৮ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে মঙ্গলবার আয়োজন করা হয়ে এই ব্যতিক্রমি ঘোড়দৌড় প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় অংশ নেয়া ৩০ জন প্রতিযোগীর মধ্যে  একমাত্র নারী প্রতিযোগী নওগাঁর ধামরহাট উপজেলার  সাবিনা ইয়াসমিন প্রথমস্থান অধিকার করে।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মঈনুদ্দিন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন,  সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি জিয়াউর রহমান, রহনপুর পৌর মেয়র তারিক আহম্মদ, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আমজাদ আলী,  জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, ফজলুর রহমান, মহিলা সদস্য হালিমা বেগম, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন, নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, শিক্ষক মাসুদ হোসেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ১৬-০১-১৮


from Chapainawabganjnews http://ift.tt/2FMUdYS

January 16, 2018 at 09:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top