মুম্বাই, ৩১ জানুয়ারি- শাহরুখ খানের আলিবাগের বাংলোয় রেজিস্ট্রিভুক্ত দেজা ভ্যু ফার্মস প্রাইভেট লিমিটেডকে প্রাথমিক ভাবে ৯০ দিনের জন্য ক্রোক করেছে মুম্বাইয়ের আয়কর বিভাগ। এর আগে গত ডিসেম্বরেই প্রহিবিশন অফ বেনামি প্রপার্টি ট্রানজাকশনস অ্যাক্ট (পিবিপিটি) এই ফার্মটিকে ক্রোক করার নির্দেশ জারি করেছিল আয়কর বিভাগ। মুম্বাইয়ে আয়কর বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় বেনামি আইনের ২৪ নম্বর ধারা অনুযায়ী তারা যদি বুঝতে পারেন, কোনও ব্যক্তি বা উপভোক্তা এই বেনামি সম্পত্তির আইনভঙ্গ করেছেন, তাহলে তারা ৯০ দিনের জন্য সেই সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিতে পারেন। আলিবাগে শাহরুখের এই বাংলোর আনুমানিক মূল্য ১৪ কোটি ৬৭ লাখ টাকা। আরও খবর: সুপ্রিয়া দেবীর চরিত্র নিয়ে টালিগঞ্জের পর্দায় জয়া আলিবাগের সমুদ্রতটে ১৯ হাজার ৯৬০ বর্গমিটারের এই বাংলোয় রয়েছে সুইমিং পুল, বিচ আর হেলিপ্যাড। মুম্বাইয়ের আয়কর বিভাগের কর্মকর্তাদের সাথে কথা থেকে বোঝা গেল। গত ২৪ জানুয়ারি শাহরুখের অফিস রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং কলকাতা নাইট রাইডার্সর চিফ এক্সজিকিউটিভ অফিসারকে ই-মেল পাঠানোর পরেও তিনি কোনও উত্তর না দেওয়ায় শাহরুখের আলিবাগ বাংলো ক্রোক করার এই সিদ্ধান্ত নেয়া হয়। তথ্যসূত্র: বিডি প্রতিদিন এআর/১২:৩৩/৩১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FvGg0j
January 31, 2018 at 06:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top