ঢাকা, ৩১ জানুয়ারি- বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট বলতে চোখের সামনে ভেসে আসে মুমিনুল হকের নাম। প্রতিপক্ষ যে ই হোক না, ফরম্যাট যদি হয় টেস্ট তবে মুমিনুল মানেই রানের ফুলঝুরি! শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকেই যাঁর ব্যাট থেকে এসেছে ৫৫ রানের দারুণ একটি ইনিংস। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও আজ থেকে শুরু হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে প্রথম ইনিংসেই ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন এই তারকা। প্রায় তিন বছর পর এই সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। অবশ্য চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম মুমিনুলের জন্য ব্যাটিংস্বর্গই বলা যায়। ক্যারিয়ারের পাঁচটি সেঞ্চুরির মধ্যে চারটিই যে তিনি পেয়েছেন এই মাঠে। এর আগে মুমিনুল ২৫টি টেস্টে খেলেছেন ৪৬ ইনিংস। তাঁর ব্যাট থেকে রান এসেছে ১,৮৪০। যার মধ্যে চারটি সেঞ্চুরি ও ১২ টি হাফ সেঞ্চুরি ছিল। যাতে দারুণ একটি কীর্তেও ছিল, পরপর ১১ ম্যাচে তিনি পেয়েছিলেন অর্ধশতকের দেখা। ২০১৩ সালের অক্টোবরে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারে প্রথম শতক পূর্ণ করেছিলেন মুমিনুল। সেই থেকে টানা ১১টি টেস্টে করেছেন অন্তত একটি অর্ধশতক। আরও খবর:টস জিতে দারুন শুরু বাংলাদেশের আজকের ম্যাচের প্রথম ইনিংসেই মুমিনুলের নামের পাশে যোগ হয়েছে আরো একটি সেঞ্চুরি। টেস্টে এখন তিনি পাঁচটি সেঞ্চুরির মালিক, রানের খাতায় যোগ করেছেন ১,৯৪৭ রান। দারুণ ফর্মই জানান দিচ্ছে, খুব শিগগিরই স্পর্শ করবেন দুই হাজার রানের মাইলফলক। মাত্র ২৬ বছর বয়সেই দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছেন টেস্ট স্পেশালিস্ট এই তারকা। নিজের নামের পাশে অনেক রেকর্ড গড়ার জন্য দারুণ সময় অপেক্ষা করছে, আর সে পথেই এগিয়ে যাচ্ছেন মুমিনুল। সূত্র: এনটিভি অনলাইন এমএ/০৩:২২/৩১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2DYbPD1
January 31, 2018 at 09:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top