বিশ্বনাথ প্রতিনিধি :: যুক্তরাজ্যের কিথলী টাউনের ১ম বাঙালী কাউন্সিলর বিশ্বনাথের কৃতিসন্তান মোঃ নেছার আলী বলেছেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, আর্তমানবতার সেবায় ও শিক্ষার প্রসারে দানবীর আলহাজ্ব ড. রাগীব আলীর অবদান অতুলনীয়। বাংলাদেশে ব্যক্তি উদ্যোগে সমাজ সেবায় এমন অবদান অতীতে কেউ স্থাপন করতে পারেননি। দানবীর রাগীব আলীর মতো বিত্তবানদেরকে সমাজের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান তিনি।
তিনি শনিবার (২৭জানুয়ারি) সকালে রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি, দেশসেরা দানবীর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শিক্ষানুরাগী , সমাজসেবী ও ব্যাংকার দানবীর আলহাজ্ব ড. সৈয়দ রাগীব আলীর পক্ষ থেকে এবং বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় দেড় শতাধিক অসহায় দরিদ্র মানুষের মধ্যে শাড়ী ও লুঙ্গী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
বিশ্বনাথ প্রেসক্লাব কার্য্যালয়ে ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সাবেক সভাপতি আব্দুস সাত্তার, ট্রাষ্টী ফারুক মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের ও মিজানুর রহমান মিজান।
এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব, নুর উদ্দিন, জামাল মিয়া মোঃ আবুল কাশেম প্রমুখ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2DVczJ4
January 27, 2018 at 10:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন