ঢাকা, ২৩ জানুয়ারি- মিরপুরে জিম্বাবুয়েকে মাত্র ২১৭ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। হিথ স্ট্রিকের শিষ্যদের কাছে তামিম-সাকিব ছাড়া কেউই ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন মাহমুদউল্লাহ-নাসিররা। বাংলাদেশের দলীয় ১৪৬-১৭০ মাত্র ২৪ রানের মধ্যে ৬টি উইকেট হারিয়েছে মাশরাফি বাহিনী। এ যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ। তামিম-সাকিব ছাড়া কেউই জিম্বাবুয়ের বিপক্ষে উইলোটা শক্ত হাতে ধরতে পারেননি। মাহমুদউল্লাহ, সাব্বির, নাসির ও মাশরাফিরা কেউই দুই অঙ্কের ঘর পার হতে পারেননি।জিম্বাবুয়ের সামনে পুরনো বাংলাদেশ হয়েই মিরপুরে ধরা দিল সাব্বির-নাসিররা। আরও পড়ুন:বাংলাদেশের সামনে টানা ১০ ম্যাচে জয়ের রেকর্ডের হাতছানি টস জিতে আজ দিনের শুরুতে ব্যাটিং নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি। কিন্তু মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। দলীয় ছয় রানের মাথায় হারায় বিজয়কে (১)। এর পর সাকিব ও তামিম ১০৬ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামলে নেন। কিন্তু সাকিব আউটের পর মুশফিক-তামিমের ৩৫ রানের জুটি ছাড়া আর বড় কোনও জুটিই গড়তে পারেনি বাংলাদেশ। মুশফিক (১৮) মাহমুদউল্লাহ (২), সাব্বির (৬), নাসির (২) ও মাশরাফি (০) রান করেছেন। ১৭০ রান তুলতেই খুইয়েছে ৮ উইকেট। যেন আসা-যাওয়ার খেলায় মেতে উঠলেন মাহমুদউল্লাহ-সাব্বির-নাসিররা। গ্রায়েম ক্রেমার ৪টি ও কাইল জার্ভিস ৩টি, সিকান্দার রাজা ও টেন্ডাই চাতারা ১টি করে উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামিয়েছেন। তবে শেষদিকে টেলএন্ডার সানজামুল ও মুস্তাফিজের কল্যাণে ২০০ রানে ঘর অতিক্রম করতে সক্ষম হয় বাংলাদেশ। সূত্র:বিডি প্রতিদিন এমএ/০৩:২০/২৩ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2E1Xy5P
January 23, 2018 at 09:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top