নিজস্ব প্রতিনিধি:: সিলেটের দক্ষিণ সুরমা থেকে ছিনতাই মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১২ই জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নগরীর দক্ষিণ সুরমা থানা এলাকার সাউথ সুরমা ফিলিং স্টেশন এর সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো- সুনামগঞ্জ জেলার দিরাই থানার জয়নাল আবেদিনের ছেলে কাওছার আহম্মদ (২২)। বর্তমানে সে সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দিতে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলো।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মাইন উদ্দিন চৌধুরী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র্যাব-৯ এর একটি আভিযানিক দল সন্ধ্যায় কাওছার আহম্মদ (২২) নামের এক ছিনতাই মামলার পলাতক এক আসামিকে আটক করে।
আটককৃত আসামীকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানান তিনি।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2FyHKYv
January 13, 2018 at 12:50AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.