বিশ্বনাথে শীঘ্রই আট ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষনা, কারা আসছেন নেতৃত্বে?

57840মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ থেকে :: যেকোনো সময় ঘোষণা হতে পারে বিশ্বনাথ উপজেলা আটটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি। দীর্ঘদিন ধরে নতুন কমিটি ঘোষণার অপেক্ষায় রয়েছেন উপজেলার আটটি ইউনিয়ন ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীরা। শুধু ছাত্রদলই নয় ঐ কমিটিগুলোর দিকে চেয়ে আছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারাও। কারণ আসন্ন সংসদ নির্বাচনে অতীতের মতো ছাত্রদলই অগ্রনী ভূমিকা রাখবে। তাই ইউনিয়ন ছাত্রদলের কমিটির দায়িত্বে কারা আসছেন এনিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।
এদিকে,কমিটিতে গুরুত্বপূর্ণ স্থান পেতে অনেক অছাত্ররাও দৌড়ঝাপ শুরু করেছেন বলে অভিযোগ রয়েছে। অছাত্র, দলের বিরোধীকারী এমন কাউকে নতুন কমিটিতে স্থান না দিতে এবং ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী পদপ্রার্থী নেতাদের জীবনবৃত্তান্ত, দলীয় কর্মকান্ডে ভূমিকা, তৃণমূলে যাদের গ্রহনযোগ্যতা রয়েছে যাচা বাঁচাই করে এমন নেতাদের কমিটিতে দায়িত্ব দিতে উপজেলা ছাত্রদলের প্রতি আহবান জানিয়েছেন ইউনিয়ন ছাত্রদলের পদপ্রাথী ও তৃণমূল নেতাকর্মীরা।
জানাগেছে, বিশ্বনাথ উপজেলার আটটি ইউনিয়নে ছাত্রদলের কমিটি নেই। দীর্ঘ দিন ধরে কমিটি না থাকায় তৃণমূল নেতাকর্মীরা ঝিমিয়ে পড়েছেন। সম্প্রতি উপজেলা প্রতিটি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষে কয়েকটি ইউনিয়নে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে উপজেলার ৬টি ইউনিয়নে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ জানুয়ারী উপজেলার লামাকাজি ইউনিয়ন ছাত্রদলের কর্মীসম্মেলন ও খুব শিগগিরই বিশ্বনাথ সদর ইউনিয়ন ছাত্রদলের কর্মীসম্মেলন অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানাগেছে। আগামী জাতীয় নির্বাচনের আগে উপজেলার আটটি ইউনিয়নে ছাত্রদলের কমিটি গঠন করার দাবি জানিয়েছেন তৃণমূল ছাত্রদলের নেতাকর্মীরা। উপজেলার আটটি ইউনিয়ন ছাত্রদলের কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। বেশ কয়েক মাস পূর্বে উপজেলার আটটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। ফলে কমিটি বিহীন হয়ে পড়ে আট ইউনিয়ন ছাত্রদল। এতে ঝিমিয়ে পড়ে ইউনিয়ন ছাত্রদলের কার্যক্রম। ইউনিয়ন ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করে উপজেলা ছাত্রদল।
উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন, লামাকাজি ইউনিয়ন, অলংকারী ইউনিয়ন, খাজাঞ্চি ইউনিয়ন, দশঘর ইউনিয়ন, রামপাশা ইউনিয়ন, দৌলতপুর ইউনিয়ন ও দেওকলস ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হওয়ায় নেতাকর্মীর মধ্যে প্রাণচঞ্চলতা ফিরে এসেছে। ইতিমধ্যে উপজেলার দশঘর, দেওকলস, দৌলতপুর, অলংকারি, খাজাঞ্চী ও রামপাশা ইউনিয়ন ছাত্রদলের কর্মীসম্মেলন অনুষ্ঠিত হয়। তবে খুব শিগগিরই আটটি ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হবে বলে উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতা জানান। এতে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলে দলীয় সূত্রে জানাগেছে। তবে কারা আসছেন ইউনিয়ন ছাত্রদলের দায়িত্বে। এনিয়ে প্রতিটি ইউনিয়নে ছাত্রদল নেতাকর্মীর মধ্যে চলছে ব্যাপক-আলাপ-আলোচনা। ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা মনে করছেন শিগগিরই প্রতিটি ইউনিয়ন ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। এতে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে পাচ্ছে। ইউনিয়ন ছাত্রদলের কমিটি না থাকায় বর্তমানে ছাত্রদলে একধরনের স্থবিরতা বিরাজ করছে। হতাশায় আচ্ছন্ন হয়ে পড়ছেন নেতাকর্মীরা। তবে এবার নতুন কমিটি গঠন হলে বিশ্বনাথের আটটি ইউনিয়ন ছাত্রদল আরও চাঙ্গা হবে বলে তৃনমূল নেতাকর্মীরা জানান।
ইতিমধ্যে উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নের ছাত্রদলের একটি খসড়া তালিকা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদি লুনা হাতে রয়েছে বলে সূত্রে জানাগেছে। ওই চার ইউনিয়ন ছাত্রদলের কমিটি কিছু দিনের মধ্যে ঘোষনা হওয়ার কথা রয়েছে বলে ওই সূত্র জানায়। তবে উপজেলার আটটি ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি নিয়ে আলোচনার বিষয় কারা আসছেন নেতৃত্বে। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে ৪টি ইউনিয়নে সভাপতি-সাধারণ সম্পাদক পদে যারা রয়েছেন আলোচনায়। দশঘর ইউনিয়নে সভাপতি পদে মিছবাহ খান, আবদুর রকিব, সাধারণ সম্পাদক পদে জাকারিয়া খান, রাজেক মিয়া, মিজান আহমদ, এনামুল হক। দৌলতপুর ইউনিয়নে সভাপতি হিরা মিয়া, আখতার আহমদ, আলী আহমদ, আবু তাহের মিছবা, শাহিন মিয়া, সাধারণ সম্পাদক পদে মোজাহিদ আলী, আফজল হোসেন, জুবায়ের আহমদ, দেওকলস ইউনিয়নে সভাপতি পদে আরিফ আলী, তারেক আহমদ, সাজ্জাদ আহমদ, সাধারণ সম্পাদক পদে আমির আলী, আরশ আলী, অলংকারি ইউনিয়নে সভাপতি পদে দিলোয়ার হোসেন, ময়নুল ইসলাম, সোহাগুর রহমান সোহাগ, সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে জুবায়ের আহমদ সুমন, সাইফ আহমদ, জাহেদ মিয়া, আবু বক্কর, সুপন মিয়া।
এব্যাপারে উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন বলেন, ম্যাডাম (তাহসিনা রুশদি লুনার) নিদের্শে উপজেলার আটটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। কমিটিতে ছাত্র ও দলের ত্যাগী নেতাকর্মীদের দিয়ে কমিটি গঠন করা হবে। তবে খুব শিগগিরই উপজেলার আট ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষনা করা হবে বলে তিনি জানান।


from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2CK6P5a

January 05, 2018 at 12:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top