নেতাজির অন্তর্ধান নিয়ে জানতে চান দেশবাসীঃ মমতা

কলকাতা, ২৩ জানুয়ারিঃ ‘আমরা স্বাধীন হয়েছি ঠিকই, তারজন্য গর্ববোধও করি। এর মধ্যেও আমাদের লজ্জার অন্ত নেই। নেতাজির অন্তর্ধান রহস্য অন্ধকারেই রয়ে গেল। ভবিষ্যৎ প্রজন্মকে সে ব্যাপারে কোনো কিছু বলার ক্ষমতা আমাদের নেই। এ লজ্জা জাতির লজ্জা, দেশের লজ্জা।’ মঙ্গলবার কলকাতার রেড রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২২ তম জন্মদিন উপলক্ষ্যে রাজ্য সরকার আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সরকারি মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী এদিন নেতাজি ও স্বামিজির জন্মদিনকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণার দাবিতে ফের সরব হন। তাঁর অভিযোগ, স্বাধীনতার পর ৭০ বছর পার হলেও রাজনৈতিক মর্যাদা পাননি নেতাজি।

নেতাজির অন্তর্ধান রহস্যের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘জাতির ইতিহাসে গৌরবময় দিন হল ২৩ জানুয়ারি। নেতাজি দেশের মানুষকে এক করতে স্বদেশের মুক্তির কামনায় নিজের জীবন সঁপে দিয়েছিলেন। তবুও তাঁর ভবিষ্যৎ কী? অন্তর্ধানের পর কি হল তা অজানাই রয়ে গেল।’ তিনি মনে করেন, সত্য ঘটনা কী তা জানতে প্রতিটি ভারতবাসীই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নেতাজির অন্তিম সময় নিয়ে দেশবাসী জানতে চান। তাই সেই বিষয়টি প্রকাশ্যে আনার দাবি জানান।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DxpKMD

January 23, 2018 at 10:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top