নিজস্ব প্রতিনিধি:: সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামের আলা উদ্দিন চৌধুরীর ছেলে সোহেল উদ্দিন চৌধুরী সোভা (৬২) গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। তিনি বালাগঞ্জ উপজেলা লতিফিয়া ক্বারি সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা কুহিনুর উদ্দিন চৌধুরীর বড় ভাই।
নিখোঁজের বিষয়ে সোভার ছোট ভাই মাওলানা কুহিনুর উদ্দিন চৌধুরীর বৃহস্পতিবার বিকেলে বালাগঞ্জ থনায় একটি সাধারণ ডায়েরী করেছেন বলে নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার তদন্ত ওসি আবুল বাশার মো:বদরুজ্জামান। সোভার ছোট ভাই মো: জামি উদ্দিন চৌধুরী জানান, গত বুধবার বেলা ২টার দিকে জরুরী কাজে সিলেট শহরে যাওয়ার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হন। ওই দিন রাতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার মোবাইলে কল দিয়ে মোবাইল বন্ধ পান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি খোলা ছিল এবং মোবাইলে কল দেয়া হলেও কল রিসিভ হয়নি। এর আগে বৃহস্পতিবার সকালের দিকে তাঁর স্ত্রীর মোবাইলে ফোন আসলেও তিনি ফোনে কথা বলেননি। প্রায় ১মিনিট পর লাইন কেটে যায়। পরবর্তীতে তাঁর ফোনে বারবার কল দিলেও ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে নিখোঁজ সোভার কোনো সন্ধান না পেয়ে তাঁর পরিবার উদ্বেগ উৎকন্ঠার মধ্যে রয়েছেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2DDdwm1
January 26, 2018 at 06:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.