কলকাতা, ১৬ জানুয়ারিঃ শুধু শিল্প নয়, কর্মসংস্থানেও বাংলাই হবে প্রথম। মঙ্গলবার চতুর্থ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সম্মেলনে শিল্পপতি মুকেশ আম্বানি, সঞ্জিব গোয়েঙ্কা, সজ্জন জিন্দাল ও লক্ষ্মী মিত্তল ছাড়াও বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশ-বিদেশের শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, ‘শিল্পপতিরা বাংলায় বিনিয়োগ করতে উত্সাহী। শিল্প বাড়লেই রাজ্য এগোবে। কিন্তু তাতে কৃষি বঞ্চিত হবে না। শিল্প ও কৃষি দুই বোনের মতো বাড়বে রাজ্যে।’
এদিন মুকেশ আম্বানি বলেন, ‘ওয়েস্ট বেঙ্গল আজ বেস্ট বেঙ্গল। বাংলার কন্যাশ্রী প্রকল্পকে অভিনন্দন। রাজ্যের সঙ্গে আরও কাজ করতে চাই। নতুন বাংলা গড়েছেন মুখ্যমন্ত্রী। গত দু’বছরে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে রিলায়েন্স। আরও ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করব। আগামী ডিসেম্বরের মধ্যে প্রতিটি গ্রামে জিও পৌঁছে যাবে।’
বিনিয়োগের ব্যাপারে নির্দিষ্ট ঘোষণা করেন শিল্পপতি সজ্জন জিন্দাল। গতকালই শালবনিতে জিন্দালের সিমেন্ট কারখানার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। সেই কারখানায় ৮০০ কোটি টাকা বিনিয়োগের কথা জানিয়েছিল জিন্দালরা। এদিন বাণিজ্য সম্মেলনের মঞ্চে সজ্জন জিন্দাল জানিয়েছেন, আগামী কয়েক বছরে রাজ্যে তাঁরা আরও ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন। স্পাইস জেটের চিফ এগ্জিকিউটিভ অজয় সিং একাধিক উড়ান চালুর কথা ঘোষণা করেন। তিনি জানান, সুন্দরবন ও সাগর সহ কিছু এলাকায় সি-প্লেন চালানোর পরিকল্পনা রয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FNhqd9
January 16, 2018 at 09:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন