নেতাজির ১২১ তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রী সহ শীর্ষ নেতাদের

নয়াদিল্লি, ২৩ জানুয়ারিঃ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২১তম জন্মজয়ন্তী আজ। শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ডাভোস থেকে টুইটে তিনি লিখেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর বীরত্ব প্রত্যেক ভারতীয়কে গর্বিত করে। জন্মজয়ন্তীতে এই মহান ব্যক্তিত্বের সামনে মাথা নত করি।

নেতাজিকে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক।
১৮৯৭ সালের ২৩ জানুয়ারি ওড়িশার কটকে জন্মেছিলেন সুভাষচন্দ্র বসু। তিনি পর পর দু’বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন তিনি। জাপানের সহযোগিতায় তিনি আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করেছিলেন এবং তার নেতৃত্ব দেন। স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান অপরিসীম।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2n25ko2

January 23, 2018 at 11:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top