পারোকাটা (আলিপুরদুয়ার), ৯ জানুয়ারিঃ সরকারি খাসজমির দীর্ঘমেয়াদি বন্দোবস্ত বা লিজ প্রক্রিয়ার সরলীকরণ করে আলিপুরদুয়ারের জমি সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের ২০১২ সালের জমিনীতি থেকে অনেকটাই সরে এসে মঙ্গলবার উত্তর পারোকাটায় সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন, আলিপুরদুয়ারের মানুষের দাবি মেনে নিয়ে সরকারি খাসজমির দীর্ঘমেয়াদি লিজের জন্য ১৯৭০ সালকেই ভিত্তি ধরা হবে। অর্থাৎ আলিপুরদুয়ারে ১৯৭০ সালের বাজারদরের ৯৫ শতাংশ জমির এককালীন সেলামি এবং ০.৩ শতাংশ হারে জমির বাত্সরিক খাজনা ধার্য করবে রাজ্য সরকার। শুধু তাই নয়, আগের লিজ প্রক্রিয়ার সরলীকরণ করে লিজ জমির দলিল দিয়েই যাতে সহজে ব্যাংক ঋণ, জমি বন্ধক এবং জমি হস্তান্তর করা যায় সেই সুবিধাও মিলবে।’
মুখ্যমন্ত্রীর কথায়, ‘জমি সমস্যা থেকে মুক্ত হতে আলিপুরদুয়ার শহরের বাসিন্দাদের দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল। সেই প্রতীক্ষার অবসান হল। আমরা এটা করে দিলাম।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2mkYieJ
January 09, 2018 at 10:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন