ঢাকা, ২০ জানুয়ারি- বছরের শুরুটা দারুন হয়েছে বাংলাদেশের। পরপর দুটো ম্যাচে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে বেশ ফুরফুরে আছে দলটি। দলের নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবালের জন্য আনন্দটা অবশ্য ভিন্ন মাত্রা ছাড়িয়েছে। কারন তিনি পাশাপাশি দুটো রেকর্ডের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। একটির মাধ্যমে তিনি উঠবেন নতুন উচ্চতায়। আর আরেকটিতে ছাড়িয়ে যাবেন শ্রীলঙ্কার ব্যাটিং কিংবদন্তি সনাৎ জয়সুরিয়াকে। ওয়ানডে ফরম্যাটে প্রথম বাংলাদেশী হিসেবে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ থেকে মাত্র ৬৬ রান দূরে তামিম। ১৭৬ ম্যাচে ১৭৪ ইনিংস খেলে তামিমের বর্তমান রান ৫,৯৩৪। ৪০টি অর্ধশতক ও ৯টি শতকের সাহায্যে তিনি এই রান করেন। তামিমের পরেই আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি অবশ্য তামিমের থেকে ৭৫০ রান পিছিয়ে। আরও পড়ুন:তামিমের পঞ্চাশ কেন এক শ হচ্ছে না? ওয়ানডেতে একই ভেন্যুতে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি এখনও আছে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সনাৎ জয়সুরিয়ার দখলে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭১ ম্যাচে ৭০ ইনিংস খেলে শ্রীলঙ্কার এই ব্যাটিং জিনিয়াস ৪টি শতক ও ১৯টি অর্ধশতকের সাহায্যে করেন ২৫১৪ রান। জয়সুরিয়ার এই রেকর্ডে ভাগ বসানো নয় বরং রেকর্ডটি ছাড়িয়ে যেতে বাংলাদেশের ওপেনারের লাগবে মাত্র ৪১ রান। মিরপুরের শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ৫টি শতক ও ১৫টি অর্ধশতকের সাহায্যে তামিমের ঝুলিতে জমা হয়েছে ২৪৭৩ রান। ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচেই তিনি খেলেছেন ৮৪ রানের অনবদ্য দুই ইনিংস। তামিমের বর্তমান ফর্ম জানান দিচ্ছে জয়সুরিয়ার রেকর্ড ভাঙ্গতে এবং নিজের ব্যক্তিগত মাইলফলকে পৌঁছাতে বেশিদিন অপেক্ষা করতে হবে না এই ওপেনারকে। সূত্র:এনটিভি অনলাইন এমএ/০৭:১০/২০ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2DvpIbr
January 21, 2018 at 01:31AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top