বিশ্বনাথের কালিগঞ্জ-আতাপুর-কুরুয়াবাজার রাস্তা : ৫শত মিটার রাস্তা পাঁকাকরণে অভাবে দুর্ভোগে মানুষ

26194925_521186958254593_775543791_oমোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলাবাসীর একটি রাস্তার জন্য যুগ যুগ ধরে দুর্ভোগ পুহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে ওই দুই উপজেলাবাসীর দাবি এখন উপেক্ষিত। প্রায় ৫শত মিটার বিশ্বনাথ-কালিগঞ্জ-আতাপুর-কুরুয়াবাজার রাস্তার কাজ রয়ে গেছে। যার ফলে দুই উপজেলাবাসীর সংযোগ সড়ক দিয়ে যাতায়াত করতে পারছেনা। এনিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের অন্তঃনেই।
জানাগেছে, বিশ্বনাথের কালিগঞ্জ-আতাপুর মাদ্রাসা-কুরুয়া বাজার প্রায় তিন কিলোমিটার সড়ক রয়েছে। কিন্তু প্রায় ৫শ মিটার সড়ক পাকাকরণ না হওয়ায় এলাকার শিক্ষার্থীসহ জনসাধারণ পুহাতে হচ্ছে চরম দুর্ভোগ। রাস্তাটি ৫শ মিটার সড়ক পাকাকরণের জন্য এলাকাবাসী র্দীঘদিন দাবি জানিয়ে আসছেন। রাস্তাটি ৫শ মিটার সড়ক পাঁকাকরণ হলে এলাকাবাসীর দুর্ভোগ লাগব হবে। রাস্তাটি পাঁকা করণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন এলাকাবাসী। রাস্তা পাশে জমির আহমদ উচ্চ বিদ্যালয়, আতাপুর মাদ্রাসারা ও জনকল্যাণ উচ্চ বিদ্যালয় রয়েছে। ফলে শিক্ষার্থীদের পুহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
এ ব্যাপারে আতাপুর গ্রামের উরফি মিয়া (আবদুর রুপ) বলেন, ৫শ মিটার সড়ক পাঁকাকরণ হলে এলাকাবাসীর দুর্ভোগ লাগব হবে। তিনি এলাকার জনপ্রতিনিধিদের সু-দুষ্ঠি কামনা করেন।
মাস্টার ফখরুল ইসলাম বলেন, এত পুরনো একটি রাস্তা আজ পর্যন্ত সমাপ্ত না হওয়ায় আমাদের খুব দুঃখজনক। এলাকার শিক্ষার্থীদের কথা চিন্তা করে রাস্তাটি দ্রুত সমাপ্ত করার জন্য তিনি সরকারের প্রতি জোরদাবী জানান।
সংগঠক ফজল খান বলেন, অল্প জায়গার জন্য ২টি উপজেলাবাসী মারাত্বকভাবে কষ্ঠ করছেন। তিনি ওই এলাকার শিক্ষার্থীর কথা চিন্তা করে রাস্তাটি পাকা করার জন্য সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী
এহিয়া ও সরকারের প্রতি জোরদাবি জানান।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক বলেন, বিশ্বনাথ-কালিগঞ্জ-আতাপুর-কুরুয়াবাজার রাস্তাটি উপজেলার প্রাচীণ রাস্তা। যে রাস্তা সমাপ্ত হলে ২টি উপজেলাবাসী উপকৃত হবে সেই রাস্তাটি দ্রুত শেষ করার জন্য সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করেন।


from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2DJvnXX

January 01, 2018 at 05:03PM
01 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top