শিশু মো. ইমনের (৫) অভিভাবকের সন্ধান চায় পুলিশ। এক্ষেত্রে সিলেট মহানগরের শাহপরাণ থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ওই শিশুটি তার পিতার নাম আমির আলী এবং মাতার নাম পূর্নিমা বলে জানালেও বিস্তারিত ঠিকানা জানাতে পারছে না। বর্তমানে তাকে নগরীর বাগবাড়ী এলাকায় সেফহোমে রাখা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ আবদুল ওয়াহাব জানান, ‘জনৈক রমজান আলী শিশুটিকে শাহপরাণ মাজার গেইট এলাকা থেকে উদ্ধার করে রোববার শাহপরান থানায় নিয়ে আসেন। শিশুটি তার বিস্তারিত ঠিকানা জানাতে পারছে না। তার অভিভাবকের সন্ধান না পাওয়ায় সোমবার আদালতের মাধ্যমে তাকে নগরীর বাগবাড়ীর মহিলা ও শিশু কিশোরীদের নিরাপদ আবাসনে (সেফহোমে) রাখা হয়েছে।’
কেউ ইমনের প্রকৃত অভিভাবকের সন্ধান পেলে শাহপরাণ থানায় (০১৭১৩-৩৭৪৩১০) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।–বিজ্ঞপ্তি
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2n6ZMJc
January 23, 2018 at 04:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.